করোনাকালে পর্যটন ভাবনা: বাংলাদেশ কোন পথে?

শেয়ার করুন          করোনাভাইরাস একটি অতিদানব। তবে তার কিছু নিয়মনীতি রয়েছে। বিশ্বের কোন এলাকায়, কোন আবহাওয়ায়, কোন বয়সের মানুষ তার টার্গেট হবে তা অনেকটাই পরিষ্কার। তাছাড়া মানুষকে সে মানুষ হিসেবেই বিবেচনা করে। কে ছোট, কে বড়, কে গরীব, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত এসব বাছবিচার তার মধ্যে নেই। অথচ বাংলাদেশের ক্ষেত্রে তার এই নিয়মনীতির কিছুটা হলেও হেরফের পরিলক্ষিত হচ্ছে। ব্যাপারটি অণুজীব বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। তবে এটা সত্য, এখানে করোনার নিয়মনীতি ঠিক থাকছেনা। এজন্য অবশ্য আমাদের বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা একেবারে চাক্ষুস। এমনটি আমাদের পর্যটন শিল্পেও। আজ অবধি এর ইতিহাস অন্তত তাই … Continue reading করোনাকালে পর্যটন ভাবনা: বাংলাদেশ কোন পথে?